151. জানতে চাই প্রশ্নোত্তর সেশন ১৫১ ।। Dr. Mohammad Monzur-E-Elahi
ড. মোহাম্মদ মানজুরে ইলাহী
পিএইচডি, শারী'আহ অনুষদ, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়
অফিসিয়াল ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/@DrMohammadMonzurEElahi
অফিসিয়াল ওয়েবসাইট লিংক : https://www.monzureelahi.com/
অফিসিয়াল ফেসবুক পেইজ লিংক : https://www.facebook.com/drmonzureelahiofficial
অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিংক https://t.me/monzureelahi
গুরুত্বপূর্ণ আলোচনার অডিওসমূহ : https://drive.google.com/drive/u/8/folders/1MpmM1kponF81E8giNkkDPehprqk_Eflu
হোয়াটসঅ্যাপ চ্যানেল : https://whatsapp.com/channel/0029Vafrb5Q6rsQkw6IVV510
অর্গানাইজেশনসমূহ :
ইমাম বুখারী ট্রাস্ট : https://www.facebook.com/imambukharitrustbd
তাইবাহ একাডেমি : https://taibahacademy.com/
কুল্লিয়াতুল কুরআন : https://www.facebook.com/kulliyatulquran
তাইবাহ পাবলিসার্স : https://www.facebook.com/taibahpublishers
Timecodes
0:00, Intro
00:10, Introduction
01:27, আসসালামু ‘আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
শাইখ, যারা প্রবাসী আছেন। তারা ব্যাংকে টাকা পাঠালে কিছু অতিরিক্ত টাকা সরকার থেকে দেয়। সে টাকা গ্রহণ করা কি শারী‘আসম্মত?
03:43, শাইখ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। শাইখ, আমি আল্লাহর বিষয়ে এ বিশ্বাস রাখি যে, আল্লাহর হাত, পা, চোখ আছে। কিন্তু কেমন-কীভাবে আছে তা আল্লাহই ভালো জানেন। কিন্তু সমস্যা হচ্ছে, আমি যখনই এ বিষয়ে পড়াশুনা করি বা কারো বক্তৃতা শুনি তখন আমার অন্তরে মানুষ বা অন্যান্য সৃষ্টির মতো করে চিন্তা চলে আসে। এটার জন্য আমি খুব বেশি চিন্তায় আছি। এমন চিন্তার জন্য কি আমার ঈমান চলে যাবে? আমার করণীয় কী?
09:18, কবুতর লালন-পালন করা কি জায়েয? সেই পালা কবুতর যদি অন্যের জমির ফসল খেয়ে নষ্ট করে দেয়, সেই কবুতর মালিকের জন্য কি খাওয়া ঠিক হবে? এতে কি অন্যের হক মেরে খাওয়া হবে?
16:25, আমি একজনকে জানি, যে একজন মেয়ে। মেয়েটি একটা বড় সমস্যায় আছে। সে বলেছে, সে নাকি ১৪-১৫ বছর বয়সে না বুঝেই অনলাইনে পর্ণগ্রাফি দেখে। তখন এ বিষয়ে সে কিছুই জানতো না। এখন তার বয়স ২০+। কিন্তু এখনো মাঝে মধ্যে সে এসব খারাপ ভিডিও দেখে এবং মাস্টারবেশনও করে। নিজের অজান্তেই না বুঝে সে এসবে জড়িয়ে পড়েছে। এখন পুরোপুরি বের হতে পারছে না। এখন সে কীভাবে এসব থেকে একদম পুরোপুরি বের হতে পারবে?
30:57, শাইখ, আমি Islamic Arabic University (IAU) সম্পর্কে জানতে চাচ্ছি।
37:28, কারো সাথে কথা বললে যদি ঝগড়া হওয়ার আশংকা থাকে, তাহলে তার সাথে কথা না বললে কি গুনাহ হবে?
38:20, আমি একজন বদমেজাজি, খিটখিটে স্বভাবের ছেলে। কিছু হলে আমি আমার পরিবারের সাথে খারাপ ব্যবহার করি, যা জঘন্য। আমি এইসব থেকে নিজেকে দূরে রাখতে চাই, কিন্তু পারছি না। আমি বারবার নিজেকে সংযত করছি, একই ভুল বারবার করছি। এখন আমি কী করবো?
40:44, নাবালক শিশু মারা গেলে, বলা যাবে কি, “সে জান্নাতে গেছে?” হোক মুসলিম বা অমুসলিম। তাদের তো আমল লেখা শুরু হয়নি।
51:00, যদি কেউ আমার কাছে কোনো জিনিস রেখে দেয় এবং সেটা যদি আমি হারিয়ে ফেলি। সে আমার কাছ থেকে জিনিসটা চাইল, আমি বললাম যে, “আমি হারিয়ে ফেলেছি।” এতে সে আমাকে কিছু বলল না, জিনিসটা তার লাগবে কি লাগবে না। এতে কি আমার কোনো গুনাহ হবে।
52:14, শাইখ, সময় স্বল্পতার কারণে আমি যদি যুহরের ফরয আগে আদায় করি এবং সময় থাকলে পরে ফরযের আগের চার রাকাত পড়ি, তাহলে কি এটি জায়েয হবে?
53:44, যমযমের পানির উপকারিতা কি?
55:53, আমাদের দেশে পহেলা জানুয়ারিতে দেখা যায় বিভিন্ন আয়োজন করে। যেমন— এক রঙের সবাই মিলে পোশাক পরা এবং খাওয়া-দাওয়ার আয়োজন করা। মুসলিমরাই বেশি করে। এগুলা কি জায়েয?
56:22, স্বামী দেশের বাহিরে থেকে যদি স্ত্রীর সাথে রাগ করে বলে, খোদার কসম! আমি আর দেশে আসবো না। এই কথার দ্বারা কি ইলা হবে? সে ২ বছর পরে দেশে আসছে। “খোদার কসম” বললে কি কসম হিসাবে গণ্য হবে? আর কসম ভঙ্গের কাফফারা শুকনো খাবার দিয়ে বা টাকা দিয়ে দিলে কত দিতে হবে?
57:12, নামাযে সূরা পড়ার সময় মাদ্দে তাবা‘য়ী বা মাদ্দে আছলী রক্ষা করা কি বাধ্যতামূলক। যেমন— কোনো সূরা পড়ার সময় ১ আলিফ লম্বা করিনি। তাহলে কি আমার নামায হবে না?
58:22, স্ত্রীর মহরের টাকা সে কী করবে? এই টাকার মূল হকদার কে?
59:00, এই পৃথিবীতে কার সাথে কার বিয়ে হবে, সেটা কি পূর্ব নির্ধারিত?
59:48, অনেক সময় বিভিন্ন মাসআলা ও সমাধান জানার উদ্দেশ্যে আমি আমার গুনাহের কথা আলেমদের অনলাইনে বা অফলাইনে জানিয়ে থাকি। এর কারণে কি কিয়ামতের দিন আমাকে ক্ষমা করা হবে না? হাদীসে বলা হয়েছে, “আমার উম্মতের সবাইকে ক্ষমা করে দেওয়া হবে; তবে ওই সব লোককে ক্ষমা করা হবে না, যারা পাপ করার পর তা অন্যের কাছে প্রকাশ করে দেয়।”—এই অংশের সমন্বয়ে আপনার মতামত জানতে চাই।
1:00:34, প্রতিটি কাজে আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল করতে চাই। কিন্তু মানুষের চিন্তা চলে আসে। যেমন— মানুষ কি মনে করবে না করবে ইত্যাদি। এই বিষয়গুলো বর্জন করে কীভাবে সব কাজ আল্লাহর জন্য করতে পারি, তার পরামর্শ চাই।
1:02:28, Live Question
1:10:45, Conclusion