কুরআন খতমের ফযীলত ও প্রয়োজনীয়তা
কুরআন তেলাওয়াতে অনেক ফযিলত, কল্যাণ এবং মজা রয়েছে এমনটি কুরআন সুন্নাহর ভাষ্যে পরিলক্ষিত হয়। যেমন; আখেরাতে কুরআন সুপারিশ করবে, অগণিত নেকি অর্জিত হবে, মর্যাদা সমুন্নত হবে, ঈমান বেড়ে যাবে, বক্ষদেশ উন্মুক্ত হবে, রোগ ব্যাধি থেকে পরিত্রাণ মিলবে। মানুষিক প্রশান্তি, দুনিয়ার চিন্তা-ফিকির দূর করার উপায় হিসেবে কাজ করবে। দীনের মাঝে তার থাকবে দূরদর্শিতা, সংশয় সন্দেহপূর্ণ বিষয়ের মাঝে পার্থক্য করার ক্ষমতা, দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান সহ অসংখ্য ফযিলত রয়েছে, যা কলমের লেখনী দিয়ে শেষ করা সম্ভব না, আবার তার গুণেরও কোনো সীমা নেই।